ও আঁখিতে বিষণ্ণতা এনো না
আমার সহ্য হয়না।
তারচেয়ে যেটুকু দুঃখ গভীর হয়েছে
তাকে ভাসিয়ে দাও ওই নদীটার জলে।
তারপর ফিরে এসো -
ফিরে এসো ওই ভোরের আলোতে
ফিরে এসো ওই বকুলের ছায়াতে
যেখানে বহুকাল হোল কেউ ঘুমিয়েছে,
আজও তার গন্ধ ভেসে আসে।
পুনরায় তাকে জাগাও
সেই আদি প্রকৃতির সান্ন্যিধে;
সরিয়ে দাও ওই ঝরা পাতা
যা ঢেকে রেখেছে সেই অনুভূতি কে
যা চিরন্তন, অপাপবিদ্ধ;
আজ এই সুনির্মল জ্যোৎস্নাতে
ও আঁখিতে শুধু ফুল ফুটুক
আর নিঃশব্দে ভিজুক এ দুটি বুক।।