এই শহরে বৃষ্টি নামুক একলা রাতে
একলা কবি ভাসুক তবে ক্লান্ত ঘুমে।
বৃষ্টি নামুক ভোররাতে ঝমঝমিয়ে
বৃষ্টি আসুক বিকেল ছুঁয়ে রেলিং ঘেসে।


অনেক হল গ্রীষ্ম এর এই রক্ত শাসন
অগ্নি শ্বাপদ দংশনে আজ ভগ্ন মন।
চৌমাথা মোড় একলা ভীষণ মরীচিকা চোখ
এই শহরে আর কিছুনা বৃষ্টি হোক।


বৃষ্টি নামুক মিছিল করে মেঘের কোলে
বৃষ্টি ঝরুক সবার মনে নতুন করে।
অনেক হল বিভাজনের গ্রীষ্মের কাল
এই শহরে বৃষ্টি আনুক সাম্যের গান।।