প্রিতা রেগে যেও না,
তোমাকে মানায় না।
তার চেয়ে অভিমান কর -
একবেলা নাওয়া খাওয়া ভুলে
এলো চুলে বালিশে মুখ লুকাও।
তারপর বিকেলে সূর্য যখন ঢলবে,
যখন দেখবে যে অপূর্ণতা তোমাকে রিক্ত করেছিল
তা কখন পরিপূর্ণ হয়ে উপচে পড়েছে -
অপরাহ্ণ এর তপ্ত আকাশে কখন মেঘ ডেকে,
বৃষ্টি ঝরে গেছে।
তখন, তখনও কি অভিমানে মুখ লুকাবে?
নাকি ওই কালো আঁখি তে
পড়ন্ত লাজুক রোদ্দুরের ছিটে নিয়ে বলবে -
"কাছে এসো, কিছু খেয়েছ কি?"