অনেকদিন হল তোমার আমার মাঝে
কোন কথা হয়নি।
অথচ, আমরা একসাথে সূর্যোদয় দেখেছি
সাঁঝবাতির পালাগান শুনেছি,
আনমনা কোন শিশুকে হাসতে দেখে
আপ্লুত হয়েছি।
শুধু, আমরা একে অপরকে কোন কথা বলিনি।
শুধু, কি এক অনির্বচনীয় নীরবতায় মুড়ে থেকেছি দুজনে,
যাকে বজ্রের নির্ঘোষ, আগ্নেয়গিরির হুঙ্কার
চূর্ণ করতে পারেনি।
তবু, আজ মনে কোন দুঃখ নেই
কোন অপূর্ণতা নেই জেনো।


কারণ, কথাতো শুধু কথার জন্ম দেয়;
অনেক হিসাব, অনেক নিয়ম যুক্তি মেনে
সে হৃদয়ের ভাব ব্যক্ত করে,
করে কি?
তাই মনে হয়, এর থেকে নীরবতা ভালো।
নীরবতার সমীকরণে নেই কোন মারপ্যাঁচ,
সহজ সরল নৈর্ব্যক্তিক ইস্তেহার -
সহজ সত্য যেখানে সহজ হয়েই ধরা পড়ে।
অস্ফুট হৃদয়ের অঙ্গীকার বা,
অশ্রুপূর্ণ আঁখির আবেদন।।