না এভাবে যেতে চাই না -
এভাবে সবার অলক্ষ্যে ঝরে যেতে চাই না।


শেষ সময় পেতে চাই তোমার স্পর্শ
মাথার উপর উন্মুক্ত নীল আকাশ,
এভাবে চার দেওয়ালের মাঝে যেতে চাই না
এভাবে নিঃশব্দে যেতে চাই না।


যাবার বেলায় চাই ঝড় উঠুক
আসুক নেবে উষ্ণ শীতল ধারা,
শেষ আকাশে জ্বলুক লক্ষ তারা
শেষ বেলায় তোমার যেন পাই সাড়া।


আমি চাই কোলাহল, কলরব
আকাশ বাতাস তোলপাড় হোক শেষ সুরে,
আমি চাই প্রতিবাদ, প্রতিবেদন
আমি চাই ইস্তাহার দেওয়ালে দেওয়ালে।


আমি চাই এ ভালবাসা পাক ঠাই
সকল দুঃখ পাক স্নেহের স্পর্শ,
সকল অভিযোগ যাক স্রোতে ভেসে
সকল কালিমা যাক মাটিতে মিশে।


শেষ বেলায় একা যেতে চাই না
তোমাদের দু বাহুর ঘ্রাণ লাগুক চোখে,
চির প্রনম্য অগ্নি কে জড়াবার আগে
তোমাদের আমি শেষ বার চাই পেতে।।