চিতাকাঠের নীচে শুয়ে আছি
এখানে ভীষণ নিস্তব্ধতা,
ওপরে ধূমায়িত কুণ্ডলীর মাঝে
খুঁজি আমি সেই রথের চাকা।


এবার বুঝি সময় শেষ হয়
শুরু হল এক অনন্ত অবস্থান,
আমারই রচনা গেয়ে ওঠে দেখি
আমারই বিদায়বেলার গান।


ধীরে ধীরে অস্তিত্ব ভস্ম হয়
থাকে পড়ে শুধু জ্বলন্ত এক প্রজ্ঞা,
কালের অঙ্গুলিনির্দেশে আজ
আমি যে চিরনিদ্রিতা।


এর পরেও কিছু কি রয়ে যায়,
কিছু কি থেকে যায় বাকি?
আমার স্বপ্ন, যা নিয়ে -
বাঁচবে আমার সন্তান, সন্ততি।।