রাতের অন্ধকারে সর্পিল সিঁড়ি ভেঙ্গে
প্রতিদিন আমি উপরে উঠে আসি;
তারপর মৃদু কড়া ঘাতে জানাই আমার উপস্থিতি।
জানি, রাতের তারাদের সাথে তুমি এখনও জেগে আছো -
কিন্তু কিসের জন্য?
রাতে নিয়মে আরও পাঁচজনের মতো,
তুমিও তো স্বপ্নের দেশে নিজেকে মুক্তি দিতে পারতে!


সারাদিন আমি ব্যস্ত থাকি আমার জগতে।
আমার কাজ, তার প্রস্তুতি
আমার স্বপ্ন, তার সার্থকতা
এ সবই আমাকে বন্দি করে রাখে।
কিন্তু কখন তোমার মতন করে, তোমাকে ভাবি নি।
কখন বুঝিনি আমিই তোমার জগত
তোমার আশা আকাঙ্ক্ষা চাবিকাঠি।
তোমার কাজ, তোমার প্রস্তুতি, তোমার স্বপ্ন,
সব আমাকেই যে লক্ষ্য করে।
মাঝে মাঝে আমার জন্য যখন অস্থির হও
বুঝিনি এই শূন্য মানুষটার কাছে তুমি কি চাও -
তাই চিৎকার করে বলেছি, আমাকে নির্বাসন দাও!
এ আকুলতা কিসের, আমি আজও বুঝিনি
তাই যখন তোমার কথা লিখতে বসি -
শুধু লিখি,
তোমাকে আমি চিনেছি কি?
স্বাতী নক্ষত্র এর মতন তুমিও বুঝি কোন দূরের জিনিষ
অথচ দেখো,
কত সহজে তুমি আমায় চিনে নিলে।


ধীরে ধীরে সর্পিল সিঁড়ি ভেঙ্গে আমি উপরে উঠে এসেছি,
ভালবেসে আজও জানি ডেকে নেবে কাছে।।