—এসবি পুলক


খুব ইচ্ছে করে


বাল্যকালে ফিরে যেতে


দলবল নিয়ে ঢিল ছুড়তে


মাস্টারের বাগানের আমগুলোতে,


প্রলোভনে পরিতোষ’দার পেঁপের নলা


ভাঙ্গার পর বাসায় খেতে মায়ের ঠেলা।


সুভাষ’দার বাতাবি লেবুর ঘ্রাণ


শতকথার পরও বেশ অম্লান,


শিং মশাইয়ের বরই গাছে চড়ে


তাড়া খেয়ে ফিরেছি দৌড়ে,


কতো সংরক্ষিত খাবার


দিয়েছি একাই সাবাড়,


পাঠ শেষে এসেছি গৃহে ফিরে


দু'একজনের সাথে গণ্ডগোল করে।


খেলাধুলা করে জিতবোই বলে


অবশেষে বালি ছুঁড়ে দিয়েছি বন্ধুত্ব ভুলে


সময়ে অনেক কিছু না করেও


অপবাদ আরোপ করা হয়েছে দুষ্ট বলেও


তবুও খুব ইচ্ছে করে


বাল্যকালে যেতে ফিরে।