ভালোবাসতে অনন্তকালের প্রয়োজন হয়না
দুজনের ভালো লাগা ক্ষুদ্র একটি মুহুর্ত হলে;
             প্রচুর অর্থ ব্যয়ে তাজমহল গড়তে হয়না
মাথা গোঁজার ছোট্ট একটা কুড়ের ঘর পেলে।


রাত জেগে ঘন্টা ঘন্টা ফোনে কথা বলতে হয়না
অবসরে দু'এক মিনিট খুঁজ খবর নিলে:
জুয়েলারির হীরে বা ডায়মন্ড সামগ্রী লাগে না
ফুটপাতের কাঁচের চুড়ি বা একপাতা টিপ দিলে।


দামী রেস্টুরেন্টের দামী ফাস্টফুড জরুরী নয়
যদি মাঝেমধ্যে টংয়ের ফুসকা চটপটি হয়;
ভালোবাসতে প্রয়োজন দুজনের নিঃস্বার্থ হওয়া
যেখানে রবে না কোনো চাওয়া পাওয়া।


ভালোবাসতে এতো কিছুর প্রয়োজন হয়না
দুজনের মধ্যে বিশ্বাস আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে।