বেড নাম্বার ১৫: এইখানে,
সব স্মৃতি বিস্মৃতি হয়েছিল হঠাৎ, তোমার শীর্ণ শীতল হাতে হাত রাখার পর!
শুষ্ক ওষ্ঠ দু'টি একটু নড়তো যদি
বুজে থাকা আঁখির পাতা যদি খুলতো আরেক বার
একটা অস্পষ্ট ধ্বনিও যদি শুনতে পেতাম
ইসিজি'র গ্রাফ পেপারে একটা ঢেউ খেলানো রেখা উঠতো যদি!
এর চেয়ে বড় কোন প্রার্থনা আমার ছিলনা স্রষ্টার কাছে।
আমার চোখ করেছিল ছলছল, তবে জল এসে গালে গড়ায়নি
বেরোয়নি কণ্ঠ থেকে কোন চিৎকার
আমি দাঁড়াতেই পারিনি তোমার পাশে একটু ক্ষণ;
অথচ কতটা দীর্ঘ সময়—তোমার ছায়ার মাঝেই লুকানো থাকতো আমার অস্তিত্ব!