নবীন সুখের লালা-
ক্ষরণ বন্ধ, এখন –
চৈত্র মাসের ফুটিফাটা বিল।
কখনও সতেজ ছিল-
সবুজের মেলা, এখন
জ্বলন্ত অশ্লীল।


আমি অর্ধ নগ্ন,
গন্ধ-বর্ণ হাতিয়ার সুরক্ষায়
রচেছি বনাঞ্চল ।
আমি ভণ্ডামিরে
নাম দিয়েছি,
যুক্তি-তর্ক নিশ্চল।


অন্তরেতে যক্ষ্মা পুষি-
নাইতে যাবো স্নান ঘরে,
সাবান গোলা জলে।
জনম নেবো, জনম দেবো-
মরলে পরে-
পুরস্কারের লোভে।


আমি অর্ধ দিবস
স্বপনে ভাবি –
“যাবার দিনে এই কথাটি
বলে যেন যাই-
যা দেখেছি যা পেয়েছি,
তুলনা তাহার নাই।"
জেগে দেখি-
“যতন করি
যতই এ মিথ্যারে
ততই আমি হারাই আপনারে!!”