তোমার স্বরাজ ভাবনায়
থমকে গিয়েছে
আকাশে জমা মেঘপুঞ্জ
মেঘে মেঘে কথা সারে
তোমার সৌন্দর্যরূপ দেখে !


কাঁশফুলের শুভ্র অভিরুচি
তোমাকে নিয়ে
বাতাসে দোদুল দেয়
আপন মনে !


গাঢ় অন্ধকারে
কবিতার পাতায়
তোমার অনিন্দ্য  মুখ
রুচি খেলে
নিশ্চুপ অহংকারে !


হেমন্তের  ছায়ায়
তোমার ছবি
ভেঁসে
পালিয়ে যায়
বাতাসের পথ ধরে !


তোমার ফলকে ঝলকে জড়ানো
রজনীর গন্ধ
নিঃশ্বাসে কাঁপন তোলে
অবনীর গাঁথামালা
হৃদয়ের  সুরে
ফাল্গুন ছড়ায়
কালবেলায় !


তোমার মুঠি ধরা হাত
আমার ঘুমকে করেছে
মাতাল লাল জল !
তোমার স্বপ্নের কাছে
সৌপর্দ করেছি
আমার কাব্য বাগিচা !


কোনো চাঁপা স্বর
আমাকে বিভোর  রাখে
আকাশের নীলাভ মহিমায় !


তোমার অচ্যুত স্মৃতি নিয়ে
পৃথিবীর সুখ খুঁজে ফিরি
তোমার হাঁটাপথে
দুর্গম প্রান্তর
বিস্ময় দেয়
আমি তোমার যোগ্য প্রেমিক নই !


মেঘদূত
২৬/০৫/২০২০  ইং
মিরপুর -১, ঢাকা ।