কালো ধোঁয়ায় ঘেমে  গেছে
মেঘের শুভ সমাচার
মেঘ আর বৃষ্টি
অনুক্ত  উচ্চারণ  সারে
মুখোশের খপ্পরে !


বিনীত রুচিভেদ
আর রক্তদাগ
মুছে গেছে
ক্লিষ্ট  মনুষ্যত্বের আভিজাত্যে !


পত্রিকার দুর্গন্ধ  খন্ডচিত্র
ধর্ষণ আর খুনে
বিষে উঠেছে
আমার অন্তঃসত্ত্বা  প্রেমিকা !


স্মৃতির পারদ উদাও হয়
স্বপ্নের মগজে
সময়ের চালচিত্র  
তোমাকে ছুঁয়ে
লিপিতে আঁকর মেলতে গিয়ে
কলমের নিঁপ
নিনাদে কুঁকড়ে উঠেছে
বিদগ্ধ  প্রতিমার আবছায়া !


তোমাকে পাওয়ার তীব্র নিঃশ্বাস
ব্যথিত  করে
আমার জন্ম দৃষ্টি
তবু ও আধভোরে
তোমায় পেতে
হেঁটে যাই
অজস্র  মাইল !


উৎসর্গ  : বিশ্ব শিক্ষক দিবসকে


মেঘদূত
০৫/১০/২০২০ ইং
মতলব উত্তর,  চাঁদপুর ।