শোকের পলিতে জমানো শিশির
দশ ফোঁটা রক্তের সহস্র অনুভূতি
জ্ঞানের চাতালে অরুণাভ মুখচ্ছবি
আমার দিকে তাকিয়ে
আমার চিন্তাকে স্পর্শ করে বলছেন,
কোনো একটি সংলাপ, প্রতিবেদন,
ভাব বা বস্তুগত ধারনা,
কীটসের কোনো চমকপ্রদ কবিতা
আমি নিঃশব্দ গন্ধের মতো
প্রলেপ দিচ্ছি মনে ও মগজে !


শোকের অক্ষরগুলো
ভাষার প্রতিধ্বনিতে জেগে উঠে
বলেছে, আমাকে নিয়ে একটি সরস
কবিতা বা গল্প লিখো
আমি শুধু দেখছি
তোমাদের উদাসীন বুদ্ধিদীপ্ত রশ্মি !


মেঘদূত
১৪/১২/২০২৩
মতলব উত্তর, চাঁদপুর ।