নব নব কীর্তনে বাঁঝে বাঝনা
সুরে সুরে কানে বাঁধ সাঝে
নূপুরের ঝনঝন শব্দ
কে জানি ডাকে আঁধারের ছায়ায় ;
মনে হয় চিনি তারে সহস্রাব্দ ধরে
তবুও কেনো
সেই এতো অপরিচিত !


সঞ্চরণের পালাবদলে অভিসারে
ডেকেছে সূর্যাস্ত অবকাশ
দম নিয়ে দেখি ব্যথায় ফেঁপে উঠেছে
সময়ের নাটিকা ;
চোখের ভেতরে অসমাপ্ত অশ্রুকণা
আশার ছলনায় ঘুমিয়ে গেছে
সমাধি লিপিতে !


মেঘদূত
২৪/০১/২০২৩
মতলব উত্তর,  চাঁদপুর ।