গাঢ় নীল আকাশের ছায়ায়
কয়েক'টি নিমের ডাল
রেলিং এ ঝুলে থাকা তালার মুখ
উন্মুক্ত করিডোরে দাড়িয়ে থাকা বিষণ্ণ পৃথিবী
চারুলতার দিকসম্বলিত চার্বাক মুখরতা
কচ্ছপের নিশীথ সাক্ষ্য
রসিয়ে পরা বৃষ্টির আচমকা ঢিল
চিলের ছন্নছাড়া পাখা
খড়কুটোর মানুষ
বৃত্তের চাঁদরে আঁকা অর্থের বাহাদুরি
নর্দমায় গুবরে পোকার আঁতুড়ঘর
প্রেমিকের লাল গোলাপ
প্রেমিকার কালো মেঘের চিরুনি
কবির উদাসীন বাসনা
তালি দেওয়া পাদুকা'র অন্তহীন সেলাই
কারাগারের শেকলে বাঁধা শীতল রক্ত
প্রহরীর রাত জাগা ভোর
রবীন্দ্রনাথের পাকা চুলের বহর
আঙুলের নিঃশব্দ ঠোকাঠুকি
পাকস্থলীর ক্ষত-বিক্ষত মাংসপিণ্ড
শিশুর পবিত্র হাসির ফোয়ারা
অনাগত শিশুর গর্ভাশয়
পঞ্জিকার বিশেষ আবদার
সন্ধ্যায় ভেঁসে উঠা
বাঁকা চাঁদের দন্তহীন হাসির জন্য
সমস্ত অপেক্ষার অবসান ঘটে
তোমায় ভালোবেসে !


মেঘদূত
০৩/০৫/২০২২
মহাখালী, ঢাকা ।


পুনশ্চ : ঈদ মোবারক