ভালো থাকুক
রাতভর  স্বপ্ন


ভালো থাকুক
চিন্তায় জমানো মগজ


ভালো থাকুক
কথার অগোচরে
লুকোনো  অপাংক্তেয়
ব্যথিত শব্দ  


ভালো থাকুক
বন্ধুর প্রথম আলিঙ্গন


ভালো থাকুক
রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত,
মিঠে ভাওয়াইয়া আর ভাটিয়ালি


ভালো থাকুক
জলে বাস করা
ইলিশের  ছাওপোনা


ভালো থাকুক
প্রজাপতির দুটি ডানা


ভালো থাকুক
প্রযুক্তিতে নষ্ট হওয়া চোখ


ভালো থাকুক
বুকে না জমা কষ্টগুলো


ভালো থাকুক
প্রাচীরে জন্মানো
উদ্বৃত্ত সবুজ  


ভালো থাকুক
ঘড়িতে দম
দেওয়া ব্যাটারি


ভালো থাকুক
প্রথম দেখা
ঠোঁটের ব্যারিকেড


ভালো থাকুক
অযাচিত ভুল


ভালো থাকুক
খড়িমাটিতে লেখা
অস্পষ্ট হাতেখড়ি  


ভালো থাকুক
কবিতা লেখার প্রথম
নষ্ট চেষ্টা


ভালো থাকুক
প্রেমিকার কাছে লেখা
চিঠির ভুল সম্বোধনে
আপনি তুমি বলা


ভালো থাকুক
নিয়ন আলোয় জ্বলা
শহরের প্রতিটি রাস্তা


ভালো থাকুক
মার হাতে মাখা দুধভাত


ভালো থাকুক
বাবার রক্ত স্নেহ ভালোবাসা


ভালো থাকুক
জীবন খাতার প্রতি পাতা


ভালো থাকুক
জন্ম মৃত্যু শব্দ


ভালো থাকুক
দুঃখিনী মায়ের
আঁচলে জমা দু'টি পয়সা


ভালো থাকুক
বাংলায় কথা বলা
রক্তাক্ত মাতৃভাষা


ভালো থাকুক
বাংলাদেশ  !


মেঘদূত
১৫/০৯/২০২০ ইং
বনানী, ঢাকা ।