যত গভীরে যাই
লোনা জল ভিঁজায় আনন্দে
কয়েক ফোঁটা অশ্রু
তত ব্যতীত করে
এক পেয়ালা বিস্বাদ অমৃত !


কাঁচা ঝিরঝির বৃষ্টি
ছুঁতে গিয়ে
আমি ছুঁটে যাই
সহস্র বর্গমাইল
তবুও চাঁপা চাতক পায় না
এক ফোঁটা জল
বিশ্বাসের দ্বন্দ্বে
চির ধরে
পাঁকা আস্তরে !


পাখির অভিলাষ ভাঙ্গে
মিঠে মায়ার
কোনো শ্রুত শব্দে
বস্তুত  কেউ কেউ ভাবেন
বেঁচে থাকা
এক অর্থবহ  আলিঙ্গন !


আমি বেঁচে থাকতে  চাই
তোমাদের
বিয়োগান্ত  
ইতিহাসে
যে ইতিহাস ধার করে কেনা
কোনো সহস্র পঠিত
প্যাপিরাস !


মেঘদূত
১৯/০৬/২০২০ ইং
মতলব উত্তর, চাঁদপুর ।