বিষণ্ণ পৃথিবী


যে চোখ নিয়মিত  ডানা ঝাপটায়
আমাদের এ বিষণ্ণ পৃথিবীতে
তখনো গুটিকয় মানুষ  স্বপ্ন বুনন করে
অন্ধকারে ঘাই  ফেলে !


এ বিষণ্ণ  পৃথিবী
এখনো তাকিয়ে  আছে
কখন অন্তরায় গান বাঁধবে
কখন স্বপ্ন মেঘের সাথে খেলা করবে
কখন পৃথিবীর ঘুমন্ত হাওয়া
তাসের ঘরে
অন্ধকারে প্রদীপের সলতি জ্বলে উঠবে
বিভিন্ন  প্রশ্নের কাছে
আমার অস্তিত্ব  পুড়ে ছাঁই !


নদীর জলচ্ছবিতে
আমি একবার আবিষ্কার করতে চেয়েছিলাম
দ্বিতীয় আমাকে
অথচ দুরন্ত  বাতাসে তরঙ্গ  নেচে
যখন মাটির কাছাকাছি  উপচে পড়লো
তখন হারিয়ে গেলাম দ্বিতীয়  আমি !


যে স্বপ্ন এখনো আমাকে তাড়ায়
অথবা যে স্বপ্ন  এখনো আমার সাথে
নৌকাডুবি খেলে
তখন নিজেকে উচ্ছিষ্ট মনে হয় !


মাঝেমাঝে  রাজপথের কুকুরের চেয়ে
নিজেকে শৃঙ্খলিত মনে হয় !


যে জীবনে প্রেম ফাঁদ পেতে বাসা বাঁধে
সেখানে  রক্ত টিকটিকির মতো সাদা হয় !


অর্থহীন  জীবনের কাছে আমার চাওয়া প্রায়ই
অসীম গোলক ধাঁধাঁর মতো
ওখানে আমরা খেলা করে মরে যাই !


০৪/০৭/১৮ ইং
মিরপুর-২, ঢাকা ।