সময় উলটপালট হলো
অধরা আধুলিতে
খাপ খোলে দেখি
সর্বস্ব উজাড় হয়েছে
বাতাসের দূষণ চাটুকারিতায় !


ভীষণ  ভয়ে
মন ছমছম  করে
শেকলে  আটকানো দুটি হাত;
শেকল টানতে টানতে
ক্লান্ত হয়
বোধিচিত্ত !


হঠাৎ দেখি
আধুলি
পোড়া রুটির ছাঁচ কিনেছে
শৈলি বিপণন  মথিত
সাম্রাজ্য নীতি !


আর কত ক্লান্ত হলে
মুক্তি মিলবে
তিন ইঞ্চি প্রতিমার !


চোখের লালস
প্রতিযোগিতায়
নিচে নামতে নামতে
বিবেক ছেঁয়ে গেছে
ঘৃণ্য  জীবাণুতে  !


মেঘদূত
২৪/০৮/২০২০ ইং
বনানী,  ঢাকা ।