যে দ্বিধায় তুমি প্রশ্ন করো
কিভাবে  মালায় জড়ানো
              নিভৃতচারী সুখ
ক্ষত-বিক্ষত হয়
              প্রাচুর্যের মোহে !


প্রশ্নের বানপ্রস্থে
                 ঋণগ্রস্ত হয়ে
                       ছুঁটে গিয়েছি
                       জন অরণ্যে !


প্রেমের  আনন্দ
                গানে গানে প্রকাশ করতে গিয়ে
                আমার একাকী প্রশ্ন
                                 বারবার
                                 সাদা জমিন
                                 ভরিয়ে দিয়েছে
                                 দোয়াত-কালি !
                                      
যে ভ্রমর কানে
          গুনগুন করে
          প্রেম ছড়ালো
          তার মূল্য চুকে দিতে
          দন্ড হিসেবে
          উৎসবমুখর মেলায় ঘুরে ঘুরে
                       প্রেম ভিক্ষে করেছে
                       আমার দ্বিধান্বিত মন !
                          
পথের ধারে
      ঝরা বকুলের
      মিষ্টি  গন্ধে ব্যাকুল প্রাণ
      ছন্দে ছন্দে
      বারবার আকুল হয়েছে
        তবুও ক্লান্ত হয়নি
                   এ মন !
                  
কুঞ্জবনে ছড়ানো বাতাস
      তোমার আমার হৃদয়ের
           আপন কথা
           বলে-ই
           ক্ষান্ত হয়নি
           আমার কুঞ্জ
                        প্রেমিকা ;
      তার অপলাপ দৃষ্টি
      আমাদের সুখ দিতে গিয়ে
             পুড়ে ছাঁই করছে
             তার বর্ণালি সৌন্দর্য্য !
                                    
একটি জীবনের সৌন্দর্য্য
      তখনই আর ও বেশি
      উজ্জীবিত হয়
যখন একটি জীবন
আর ও একটি জীবনের
            সৌন্দর্য্যের জন্য
            নিঃশেষ হয় !


মেঘদূত
২২/০৪/২০২১ ইং
বনানী, ঢাকা ।