ব্যথিত চোখের তিন ফোঁটা অশ্রু
আঙুলে ছুঁয়ে ছুঁয়ে মিলেছে
অন্তহীন সুখ ; ছোঁয়ার প্রেরণায়
দোদুল্যমান জীবন
নদীর মতো
রাস্তায় বেড়ে উঠা
ফুঁটো পয়সার অচল নিয়তিতে দেখেছি
হেসে মা'র চিবুক ছুঁয় ঋজু পাপড়ি !


চাইলেই বিশাল জলরাশি
পাড়ি দিতে পারি সময়ান্তরতায়
অথচ এই আমি চিবুক ছোঁয়া অশ্রুকণা
মুছে দু কদম হাটতে গেলেই
ঝনঝন করে উঠে
হাড়ের রসালো অনুভূতি,
হে সময়োচিত দর্পণ ক্ষমা করো
তোমার অন্তহীন উদারতায় !


মেঘদূত
৩০/০৫/২০২৩
মতলব উত্তর,  চাঁদপুর।