প্রিয়তম
তুমি নগরীর সবচেয়ে ব্যস্ততম প্রেম
তোমার কাজলকালো চোখের
অঙ্কুরিত ব্যাপ্তি আকাশের মেঘমালা ;
ঢলে পরার আগে তোমার দু'ফোঁটা
অশ্রুর কথন শুনেছি
কনক্রিটের রাস্তায় জমে থাকা ধূলিকণায় !


তোমার ব্যস্ততার ঘ্রাণ
বাতাসে ভেঁসে ভেঁসে
আমার হৃদয়ে জাগালো
প্রজাপতির সুখ !
হে ব্যস্ততম প্রেম
তুমি আর এখন আমার নও
জটবাঁধা চুলের মতো
নগরের ঠুনকো মমতায়
আটকে গেছে
তোমার কোমল হাত
তুমি এখন বৃষ্টি দেখো
বন্ধী ফ্রেমের আয়নায় !


হে ব্যস্ততম প্রেম তুমি
এখন নগরের সস্তা পণ্য
জিহ্বার লালা তোমাকে প্রতিদিন
রুটির মতো ছিঁড়ে ছিঁড়ে খায় খরিদ্দার !


মেঘদূত
২৯/০৫/২০২২
আলীগঞ্জ, চাঁদপুর ।