হাওয়ায় ভাসে  শব্দমঞ্জুরী
কত গুচ্ছ গুচ্ছ  বুলি হাওয়ায়  মিলে
ভারী করে  তুলে
দলা পাকা লালা মন্ডল ;
বধির হয়নি বোধ
এই যা !


হাওয়ায় ভাসা শব্দ
অন্ধ চোখে ঢিল  ছুড়ে
আরও  বেশি অন্ধকার করে
না ফোঁটা  ভোরের আলো !


হাওয়ায়  ভাসা  ধুলো
অনায়াসে  আসন পাতে
সবুজ  পাতার ডাঁটায়
নিঃশ্বাসে  নিঃশ্বাসে ভারী হয়ে উঠে
ফুসফুস!


হাওয়ায়  ভাসে  স্বপ্ন বা
দুঃস্বপ্নের বাজিকর
শয়নে কাৎ হয়ে দেখি
ভরদুপুরে  একটি দাঁড় কাক
দম নিয়ে  ডেকে যায়  
ঘণ্টা খানেক
অতঃপর  হাওয়ায়  মিলে যায়
হৃৎপিণ্ড !


১৫/০২/২০২০
গুলিস্তান, ঢাকা।