শীতের প্রভাতে ঘন কুয়াশায়
তোমার উষ্ণ আলিঙ্গনে
শর্ষে হলুদ
এক নতুন মাত্রা পেলো ভ্যানগগের তুলিতে ;
কঁচি আদরের আলাপনে
কোনো এক সুনসান  প্রলাপ
কানে ফিসফিস করে বলে
এত মধুর কেনো তোমার সৃষ্টি !


এলোমেলো  শরীরের শানিত ঘ্রাণ
চোখে ধাঁধাঁ  দেয়
তোমার অপরূপ প্রকৃতি !


মাতালের তীব্র শাসনে উন্মুক্ত  হয়
শরাপের পরিপক্ব সাগুদানা-
তবুও শেষ হলো না
আমাদের প্রেম,
পায়ে পায়ে স্মৃতি,
একবিংশ মগজ,
ঠোঁটে জড়ানো চুমো,
ঘন দুধের মতো
আলো ও আধারে মিশানো একটি প্রতীকী স্বপ্ন,
ঠুনকো প্রণয়ে নমস্য খুনসুটি
প্রায় নষ্ট করে
বিস্তীর্ণ  সবুজ ধানক্ষেত !


গ্রহণের ছাঁচে ঢালা  তোমার অলিখিত
ঋণের ভারে
ঘনীভূত মেঘ
বৃষ্টির পায়চারিতে গুমোট বাঁধে
হৃদয়ের ব্যাকুল আফসোস !


আধারে ছড়ানো শতরঞ্জি গুটিয়ে
আমরা যেন
আগুনের পরশমণি ছোঁয়াই
যতদিন এ প্রাণ
ঊর্ধ্বশ্বাসে ক্ষত  না হয় !


মেঘদূত
২৫/১১/২০২০ ইং
বনানী, ঢাকা ।


উৎসর্গ : প্রিয়তমা কে