কাগজে লিখে ছিঁড়ে ফেলেছি
পাথরের নষ্ট আত্মকাহিনী
আঙ্গুলের ফাঁকে ফাঁকে বিশ্বাসের মূর্তি
কলহনের রাজতরঙ্গের মতো
প্রেম,ভালোবাসা, অনুভূতি দ্বন্দ্বের
প্রলোভনে ভেঙ্গে টুকরো টুকরো হয়
গর্ভজাত মাতৃস্তন্য !


অবেলায় চোখের চাতুর্য,
ডিমাই সাইজের হৃদয়ের আক্ষেপ,
কষ্টে কেঁপে উঠা ঠোঁট
ভালোবাসা না পাওয়ার ব্যর্থতায়
হেরে যেতে যেতে
কাউকে ভালোবাসার
সাহস হারিয়ে ফেলেছি !


আমাদের ভালোবাসা এখন ভীত সন্ত্রস্ত
উপঢৌকনের ছাঁচে ঢালাই করা
আমাদের বাণিজ্য প্রেম অথবা ভালোবাসা !


বহতা নদীর বুকে যতটুকু জল না থাকলে
মারা যায়
ঠিক ততটুকু জলের মতো
আমার ভালোবাসা নাও
যদি ফেরত দিতে চাও
তাহলে জলের মতো ভালোবাসা দাও
হ্যা এইটুকু ভালোবাসা-ই চাই !


উৎসর্গ : প্রিয়তমা কে


মেঘদূত
১৪/০২/২০২১ ইং
মতলব উত্তর,  চাঁদপুর ।