সংগতি আর অসংগতির পার্বণে
মিশে ছিলাম ঝটিকা সফরে-
তবুও কেন জানি ভুলের মৈথুন
আমাকে তাড়িত করছে,
অপরাহ্ণের বিভাজিত বচনে শিখেছি,
চেনা দিন রাখা আছে মনে
পুরাতনের অপলাপ ভুলে
নতুন কুঁড়ির আনন্দে
আমরা যেন মেতে উঠি
যুগপৎ দিগন্তে !


মেঘদূত
৩১/১০/২০২২
আলীগঞ্জ, চাঁদপুর ।