তাদের জীবন ছুঁয়ে ও
আসে কবিতা-
কবিতা শুধু কোনো কবির সত্ত্বাধিকার নয়  
কবিতা  হতে পারে ;
কোনো শ্রমিকের ক্লান্ত ঘাম,
একজন নেতার তর্জনী,
প্রেমিক বা প্রেমিকার কোনো মিষ্ট স্মৃতি বা
তিক্তাতায় জমানো আকাশের ঝড়ো বৃষ্টি,
কোনো বহতা নদীর শোঁ শোঁ শব্দ,
মশলায় ডুবানো কোনো রন্ধন শিল্প,
বয়ঃসন্ধির প্রথম রজনী,
জীবনে শেখা প্রথম বর্ণমালা,
দুটি মোরগের ঝুঁটিতে জড়ানো খুনসুটি,
রক্তের মিছিলে একটি প্রাণের আত্মত্যাগ,
চিঠিতে লেখা প্রথম  সম্বোধন,
বেতারে ধরা কোনো কাঁপা কাঁপা শব্দ,
কোনো গাঢ় প্রলাপ,
বাতাসে মৃত্যুর মিছিল,
টিনের চালে পরা টুপটাপ বৃষ্টির ফোঁটা,
শোকে পরিনত দু ফোঁটা জল,
একটি ফুল ফোঁটা কলির অপমৃত্যু,
একটি বাড়ন্ত শুক্রাণুর গর্ভপাত,
মিছেমিছি সুতো দিয়ে টেলিফোনের তার তৈরি করা,
মার্বেলে খেলা শৈশব,
বাগানে আম কুঁড়োতে যাওয়া,
জীবনে প্রথম শেখা মা শব্দটি,
প্রিয়তমার প্রথম চুম্বন,
স্বদেশের প্রতি দেশপ্রেম,
সম্মুখ পথে আলো আধারের ছাউনি !


কবিতা কি শুধু  তাই ?
কবিতা হলো
সভ্যতার দর্পণ
যা প্রতিমুহূর্তে প্রতিফলিত হয় !


উৎসর্গ : মুজিবনগর সরকার কে


মেঘদূত
১৭/০৪/২০২১  ইং
বনানী, ঢাকা ।