নিকোটিনের ত্রাসে ফুসফুস যখন
গজল ডোবায় আক্রান্ত তখন
ব্যবচ্ছেদ; বাঁচার কিঞ্চিৎ স্বপ্ন
বেঁচে উঠে  হিজলের আদরে !


মনের গোপন প্রহরে রজনীর
ভোরে ঝরা বকুলের নব
সঙ্গম; অভাগার প্রহৃত হাড়ের
কলা যোজন সম্ভারে আন্দোলিত
হয় সৃজনের মাতাল রসে !


কবির হৃদয়ে রক্তের সোপান
বাঁশরির মতো স্নিগ্ধ  সুর ;
ঝিঁঝিঁ'র শব্দে হাওয়ায় মিলে
যেতে যেতে কবিতার মুখ
থুবড়ে পরে দোয়াতের কালিতে !


উৎসর্গ : অনির্বাণ কে


মেঘদূত
৩১/০৩/২০২২
আলীগঞ্জ পিটিআই, চাঁদপুর।