টিকটিকি ধরে খায়
পোকার শাখা-প্রশাখা
আর হতভাগ্য আমি সস্তায় খুঁজি
সবজির সবুজ রঙ
যা পাই তার গলে যাওয়া
তামাটে সবজির সরল প্যাঁচে
নষ্ট হয় পাকস্থলীর মুখ !


বয়ঃসন্ধির প্রাক্কালেই
মগজের কাঁচা নরম সুখ
নষ্ট করে আমার প্রেরণা
তিলের মতো নষ্ট  হতে হতে
কষ্ট পেতে পেতে
মরে যাচ্ছে আমার
মানুষ হওয়ার স্বাদ !


মেঘদূত
২২/০৪/২০২২
ভৈরব, কিশোরগঞ্জ ।