সমস্ত আকাশ জুড়ে
অবিশ্বাস কুঁড়ে খাচ্ছে
বিশ্বাসের ঝিনুক !


একটি
লাটিম
সুতোর ঘূর্ণন  চাঁপে
পাঁক  খায়
যতবার দম পায়
অগ্রপশ্চাৎ
ফুঁড়িয়ে যাওয়া প্রাণ
হাতে আলগোছে
চুমো খেয়ে
এলিয়ে দেয়
বিবর্ণ শ্বাস !


লাটিমের বিশ্বাস
গত হয়
প্রেত দুঃস্বপ্নে  ;
সমস্ত আকাশ জুড়ে
অবিশ্বাসের  কান্না জমে
পাথর হয়েছে
বিন্দু বিন্দু  
প্রেম !


পু্ঁজির রসায়নে
মরীচিকা ছুঁয়েছে
লাটিমের ঘূর্ণন প্রেম
এতটুকু জায়গা বরাদ্দ নেই
স্বপ্নের জলমন্ডলে ;
অভাব
এখানে অভাব গৃহপালিত শব্দ
চারদিক থেকে
শব্দটি
ঘন গর্জন করে
ধেয়ে আসছে
বঙ্গোপসাগরের
লোনা প্রণোদনায় !


সামনে
ভীষণ  আপন প্রেম ও
ফিরিয়ে দেবে
তোমার
শূন্য হাত !


মেঘদূত
১৬/০৭/২০২০ ইং
বনানী, ঢাকা ।