কখনো  কি কোনো  ভালোবাসা
পরিণত  হওয়ার মধ্য দিয়ে
পূর্ণ  হয়েছে
যতটুকু পূর্ণতা  পায়
ইহাই পরিণত !


আমাকে যদি কেউ কথার রসজালে
প্রশ্ন করেন
তাকে কতটুকু ভালোবাসেন
আমি বলবো জানি না
শুধু  এইটুকু বলতে পারি
আমাকে ভালোবেসে
প্রথম যে চুমোতে চূর্ণিত  হয়েছে
ঠোঁটের আনন্দ প্রলাপ
তা আমার
প্রথম
এবং শেষ
পরিণত
ভালোবাসা !


তার চোখে আঙ্গুল  রেখে
স্নানে ভিঁজে  উঠা
চোখের পাপড়ি  মুছেছি
পরম আদরে
অথবা
মনে বেঁজে উঠা
একান্ত আপন কথায়
ঠোঁট  নড়ে উঠতো
অসম্পূর্ণ  বাক্য  
অথবা
তার পয়সায় কেনা গোলাপের গন্ধ
মনে যে মুগ্ধতা দিতো
তা নির্জন
ভোরের আলোর মতো স্নিগ্ধ !


ছাতাবিহীন কোনো
বর্ষণমুখর
আলসে বিকেলে খামখা
ভিঁজে নেয়ে  গেছে  মাংসপিণ্ড
তবুও অবসাদ  গ্রাস করেনি এতটুকু !


কখনো কোনো সামান্য  খুনসুটিতে
অভিমানে জমে উঠা
রক্তাক্ত রাগ পুষে
দু'জনে দু পথে চালিত হয়েছি
পুনরায়  বাঁক ক্লান্ত হয়ে
মিলিত হয়েছি
পশ্চাৎ স্মৃতি ধুঁয়ে !


এভাবে আমাদের  ভালোবাসা
পরিণত হতে গিয়ে
অপরিণত হয়েছে
শুধু  এইটুকুতে
নির্জন ভোর দেখি
একা একা পা চালায়
শিশির ভেঁজা মাটিতে !


মেঘদূত
২৭/০৮/২০২০ ইং
বনানী, ঢাকা ।