ভয় হয়
তোমাকে হারিয়ে ফেলবো বলে
দরজায়  খিল দিয়ে
শরাপ চৈতন্যে
বাতাসে নেশা উড়াই
তোমার বিশ্বাসে
উজাড় করা
একান্ত জল !


কোন পুরুষের জিহ্বাফলক
অথবা রক্তাক্ত নখ
ছিঁড়ে নেবে
তোমার মাংস
দাতের উত্তাল চাবুকে
তোমার নিঃশ্বাস
দিগুণ ক্ষতি করবে
তোমার বিশ্বাসে
জন্ম নেওয়া
আমার ভালোবাসা !


তুমি কোনো দেহ অঙ্ক  নও
শুধু আমার অস্থিতে
এক চুমক
তৃষ্ণার্ত জল !


বাতাসে
তোমার ছবি এঁকে
উড়িয়ে দেয় শূন্যে
অথচ ধীর পায়ে
নরম শতরঞ্জি মেলে দাও
আমার ভরা
শূন্যতায় !


তোমাকে হারালে
আমার কবিতা হবে
এক নীল নদের নীড় ;
বিষাদে ছেঁয়ে যাবে
আমার রক্তাক্ত চৌরঙ্গী
কবি হবেন
বিষাক্ত ছায়ার মতো
এক অর্থহীন  পেয়ালা !


এ পথ দীর্ঘ  
সুর তোলে
থেমে যাবে
কোনো
শরম নরম
সুরায়
তখন তোমার
ফোঁটা ফোঁটা জল
বৃষ্টি হবে
চোখের
কাজল রেখায় !


মেঘদূত
১৬/০৫/২০২০ ইং
মিরপুর -১, ঢাকা ।