ভোরের প্রাচুর্য
হেলায় নষ্ট করে
কুকুরের ডাক শুনি
যখন গা ছমছম করে;
আঁধারের বুক চুয়ে
অন্ধ রশ্মি ছুপছুপ রক্তের
ভেতর বাসা বাঁধে
পোড়া আগুনের জল-
তখন ধূমায়িত স্বপ্ন
চোখে, নখে, মগজে
আঁধা পাকা চুলের ভেতর
পরাগের আলোয়
হাতের মুষ্টি খুঁজে
দালানের নির্জন সুখ !


মেঘদূত
২৫/০৪/২০২২
বনানী, ঢাকা ।