একলা পরে মনে
যখন তোমাকে রসাতলে রেখেছিলাম
সামান্য  পূর্বাহ্ণের  সময় পর্যন্ত
তুমি কেমন করে পরিপক্ক চোরের মত
সিন্দুক না নিয়ে মন নিয়ে যবনিকার
শেষভাগে পৌঁছে
বেশত্  দুপাঠ পড়ে
তন্ময়ের বীণা বাজা ও
বুঝি আপন স্রোতের মহিমায় !


নিঃসঙ্গতার চোরা বালিতে
ডুবে ডুবে মাথা বুঝি অবনমিত হবার
অনুক্রম   ; তখনও অবতীর্ণ রামের
মত বিশ্ব ব্রহ্মান্ডকে জয়ের নেশায় ভ্রুক্ষেপ
না করে পরাভূত নীড়ের স্পর্শকাতরে
আদৃত হলাম !


কার্যতঃ জানতে চাও বুঝি ?


সব নিমিত্তে তোমার অলীক দুঃস্বপ্ন
কিংবা কল্পনার আস্তরণে আস্তরিত
হবার আগেই
চূর্ণ বিচূর্ণের কষাঘাতে মেঘের সাদা
পালকের মত উড়িয়ে নিয়ে যায়
দূরদেশে সমীক্ষাকে পর্যবেক্ষণ করার
এ বুঝি সমাধিস্থ !
নাকি
বেদনা  অথবা
গাঢ় বেদনা !

সব কিছু আজ পর্যালোচনায় স্মৃতি    
তপোশ্রী-
মরমরে শুকনো পাতার স্মৃতি ও
প্রিয়ং !


চাঁদপুর,মতলব উত্তর    
২৮/০৬/১১ ইং ।