তুমি অতটা খারাপ  
হয়ে উঠোনি
এখনো বিশ্বাস আর স্বপ্ন
দৃঢ় কচ্ছপের মতো
বুকে সহসা সাহস দেয়
আন্দোলিত করে
তুফানি ঝড়ে !


তোমার গোপন ব্যত্যয়ে
শিশুর মতো খিলখিলিয়ে উঠে
ভোরের নরম স্নিগ্ধ শিশিরবিন্দু !


আমি বারবার বুড়ো থেকে
শিশু হয়ে যাই
তোমার প্রেমে আর তোমাতে !


যৌবনের বিনিয়োগ কর্ষিত হয়েছে
আটচালে চালা তোমার ভরা ঋতুচক্র !


তোমার ভরা যৌবনে চোখ
একটি বার ও তাপ নেয়নি
শুধু শুধু রেখাপাতে স্খলন ঘটেছে
মনে আঁকা ছবির !


আমার  স্বপ্ন বারবার
তোমার কাঁকন আর ঘুংগুরের শব্দে
ঘুমের মূল্যবান সময় কেড়ে নিয়েছে
বিনা সমনে
জবাব দেওয়ার আভাসে উদাও হয়
তোমার গৌর সুষমা !


তোমাকে ধরে ফেলেছি বলে
যে-ই ধরতে যাই
১০০ টি স্বপ্নের শোক পুনর্জন্ম হয়
গান্ধারীর পুত্র শোকের মতো-
এ আনন্দে আমি প্রতিদিন শিশু থাকি !


মেঘদূত
১৫/১০/২০২০  ইং
মতলব উত্তর, চাঁদপুর ।