দৃষ্টি যখন প্রখর
তখন রোদ্দুর
ঝুল বারান্দায় খুঁজে ;
নীলাম্বরী আকাশ
পর্বত সম মায়াবিনীর
কাজল কালো চোখ
শূন্যে ভেসে বেড়ানো নিঃশ্বাস
ঘাসের উপর নরম শিহরন
সদ্য অঙ্কুরিত বীজের জন্ম অভিশাপ
নখে জমে উঠা নষ্ট চাঁদের কষ্ট
নদীর শাখা-প্রশাখা
মানচিত্রে ছড়ানো ছিটানো রক্তের দাগ
রৌদ্রের নির্জনতা-
রোদ্দুর  খামোখা খুঁজে খুঁজে
অবশ করে মগজের সুখ !


মেঘদূত
১৫/১১/২০২২
আলীগঞ্জ,  চাঁদপুর।