শুভ্র কাপড়ে মোড়ানো
নিহতের নিথর অর্থবহ প্রতিমার
একখণ্ড মাংস ছিঁড়ে নিতে গিয়ে
                                     একটি
                                     শকুন
বামপাশের হৃৎপিণ্ডকে
ক্ষত-বিক্ষত করলো
ধারালো নখ দিয়ে
যেখানে আত্মা
বারবার নিহত হয় !


জনপদের লুকায়িত বিবেক
গুমোট পর্দার আড়ালে
চোখ ডুবিয়ে
শকুনের হৃৎপিণ্ড ভক্ষণ দেখে !


শকুনের  প্যাঁচানো পাকস্থলী
শুধু ক্ষুধার লাগি
ডানা ঝাপটায়
মৃতের পুঞ্জিত রক্ত বহরে
অথচ আমরা পুরো পৃথিবী
গিলে খেতে চাই
আরও পেতে চাই
গড়পড়তা মূর্খ চাপড়ানো গণতন্ত্রে !


আমাদের থেকে ও
শকুন  খুব মানবিক
তাহলে আমরা কি মানুষ বা মানবিক  নই ?
আমরা কি ?
এই উত্তর এখনো কোনো
অভিধানে লিখিত হয়নি ;
হয়তো যেদিন বাগানের সমস্ত কলি
ফুল হয়ে ফোঁটে উঠতে আর ভয় পাবে না
সেদিন অভিধান ভরে উঠবে
আমরা কি !


উৎসর্গ : ফিলিস্তিনি রক্তাক্ত শিশুদেরকে
           ( নিহত অথচ একেকটি মুখ যেন
           বিপ্লবের স্ফুলিঙ্গ )


মেঘদূত
০৩/০৬/২১ ইং
বনানী, ঢাকা ।