যে কথা তুমি ভাবছো
ঐ একই কথা আমি ও ভাবছি
শব্দের খেলাঘরে ;
প্রভাতের গান প্রায় একই
সম্প্রতি আর সেকেলের যোজনে
বাঁধা আছে
আমাদের স্মৃতির পাপড়ি !


পাংশুল ইটের থুতনি
পুড়ে পুড়ে
নক্ষত্রের ছায়ায়
রক্তাভ মুখে লেগে আছে
অকস্মাৎ গল্পের সুর
দ্বিধান্বিত সুখ দুঃখে
ভিঁজে আছে মেঘনার টলমল জল !


বিক্ষিপ্ত পায়চারি
বিজোড় প্রলোভনে
ক্ষত-বিক্ষত করছে
জানালায় জমা শিশিরের মুগ্ধতা !


নিখোঁজ গপ্পের হাত ধরে
আমি ও একদিন নিখোঁজ হবো
মৃত্তিকা মায়ায়,
খোঁজ করে দেখো
সরল পঙক্তিতে
শব্দ ভেসে আসবে
তোমাকে ভালোবাসি
তোমাকে ভালোবাসি !


মেঘদূত
৩০/১২/২০২২
আলীগঞ্জ পিটিআই, চাঁদপুর ।