আমি আঁধারে দেখি
শ্রাবণে বর্ষার জল
লোনা ধরা চাল বেয়ে
চুঁয়ে পরছে
শান্তির পরশ
তবুও অযথা আটকায়নি জলের ধারা
নেইনি কোনো বুদ্ধির ছলাকলা !
এ রকম শান্তির পরশ
বড্ড বেশি দরকার
আমাদের
নিঃসঙ্গ  অসুস্থ জীবনে !


একটি পাখি আমার ঘুমের মধ্যে
জেগে পাহারা দেয়
সুস্থতার জন্য
আমি পয়সায় কিনি
ঘুমের প্রলাপ !
ঘুমের মধ্যে দেখি
পাখি ফুড়ুৎ দিতে চায় অবেলায় ;
লুকোচুরির খেলায়
আজকাল করতে করতে
দিব্যি কেঁটে গেছে
৩০ কদম পা !
আর কত ?


এখন শ্রাবণের বর্ষা জল-ই
আমার মুখের
শেষ জলকণা  !


মেঘদূত
১৪/০৭/২১  ইং
বনানী, ঢাকা ।