কার্যতঃ
ছুটে গিয়েছি
গোধূলিতে ডুবে যাওয়া
সূর্যের প্রণয়  আপন খেলা দেখতে
চোখ আনন্দে ভরে উঠার আগেই
বিন্যাস  মুছে গিয়েছে
রাতের গভীর আহ্লাদে
সবাইকে ঘুমে আলসে করে
নতুন করে জেগে উঠবে বলে
তার পূর্ণ বিশ্রাম  চাই-ই চাই ;
অথচ ঘরের আঙ্গিনায়  ছুটে অাসা
সূর্যকিরণ এবং পড়ন্ত বিকেল
উপেক্ষা করে ছুটেছি
কিন্তু  সুখ মেলেনি !


ছুটে গিয়েছি মেঘালয়ে
মেঘ ছুঁতে  সহস্র মাইল  পা ছুঁয়েছে  
মাটিতে জন্মানো
উদ্বৃত্ত সবুজ
তবুও সুখ মেলেনি !


ছুটে গিয়েছি
সমুদ্র গর্জনের উত্তাল  ঢেউয়ের
লবণাক্ত জলে নাইতে
ভিঁজে অবসন্ন  হয়েছে
রক্তজল
মাটি আর মাংস
কিন্তু সুখ মেলেনি
অথচ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া
শান্ত স্নিগ্ধ মেঘনায়
একটি বার ও পা ভিঁজায়নি
অথর্ব  আমি !


টাকা বিক্রি করে পাউন্ড  কিনেছি
টেমস এর পাশে বসে
মেরিওয়েলস্টোন ক্রাফটের
গলিত আত্মহত্যার স্মৃতি  ধুয়ে
টলটলে নীল জলে
পুনরাবৃত্তি করতে চেয়েছি
আমার একান্ত প্ররোচনা
এতটুকু সুখের জন্য
কিন্তু সুখ মেলেনি
বিশ্বাসে জড়ানো
কয়েকটি অাধা পাঁকা চুলের !


অথচ ক্লান্ত  আমি ছুটে গিয়েছি
আরও ক্লান্ত  হয়ে ফিরেছি !


শেষমেশ
বাড়ি ফিরেছি
নাড়ীর গুচ্ছ গুচ্ছ  আবদারে
জড়ানো উন্মুক্ত  করিডোরে
যেই সুখ খুঁজেছি
এইতো
সে-ই  সুখ!
ঘর-ই আমার সুখ
তাঁর  দরজা জানালায় বাস করে
মন
অর্থাৎ
একান্ত আমি !


মেঘদূত
০৫/০৯/২০২০ ইং
বনানী,  ঢাকা ।