তুমি কেমন আছো ?


আমাদের ভালোবাসা
দু'জনের চিন্তার ফসল
তোমার হাতে চাঁপ দিয়ে
আঙ্গুল আর ঠোঁটের ঘর্ষণে
কখন যে তোমার সাথে
আমার প্রথম দেখা হয়েছিলো
তা বেমালুম ভুলে গিয়েছি  !


কচ্ছপের মতো হেঁটে হেঁটে
আমাদের ভালোবাসা
এক দশক পূর্ণ  করেছে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কেমন আছো ?


ভালোবাসার শৈশব, কৈশর পেরিয়ে
আমরা এখন যৌবনে
প্রতিদিন-ই মনে হয়
তুমি আমার শৈশব ভালোবাসা  !


বিকেলের মিষ্টি রোদে
সোহরাওয়ার্দীর ঘাসে উদযাপন করেছি
আমাদের ভালোবাসা
লাল টকটকে গোলাপ আর
গ্রন্থ মেলায় বই কেনা নিয়ে !


সন্ধ্যায়
গাঢ় অন্ধকারে
দু'জনে মুখোমুখি  বসে
কত আলাপ সারতাম
তা ভাবলেই  স্মৃতি ঝলক দিয়ে যায় !


এখন আমরা ছাঁদের চিলেকোঠায়
ভালোবাসা নিবেদন করি-
তবুও জানতে ইচ্ছে করে
তুমি কেমন আছো ?


উৎসর্গ : প্রিয়তমা কে
১৪/০২/১৯  ইং
মিরপুর-২,  ঢাকা ।