আমার পরিচয় তো জন্মলগ্নেই লাভ করিয়াছি
আমি বাংলাদেশী, আমি বাংলাভাষী।
শহীদ বরকত, সালাম, জব্বার আমায় শিখিয়েছে
মায়ের মুখের ভাষা—
নিপীড়ন মেনে নেইনি, উত্তাল বাংলা।
আমি জন্মেছি বাংলার মফস্বল এক টুকরো ভূখণ্ডে
যেখানে মানুষ কথা কয় শুধু বাংলাতে
আমি তো জন্মেছি সুধা বাংলায়
ভোর অন্তিমদশায় দেখতে পাই সবুজে সবুজ—
পাখির কিচিরমিচির মধুর ধ্বনি এ ধরায়৷
আমি ওদের মনের ভাষা বুঝি
আমি পাখির ভাষায় কথা বলি।
যে ভাষা শিখিয়েছে আমার বাংলা মা
রক্ষা করেছে বরকত, সালাম আরও অনেক বাঙালি।


আমি নইকো ভিনদেশী সাদা চামড়ার মানুষ
আমি কালো, ফ্যাকাসে, কুৎসিত
সময়ের বাঁকে, জলের স্রোতে ভাসিয়ে দেইনি
আজন্ম লালন করা মুখের ধ্বনি, আ মরি।
আমার পরিচয় তো জন্মলগ্নেই লাভ করিয়াছি
আমি বাংলাদেশী, আমি বাংলাভাষী।