শিশু রিহান কাঁদছে অনেক
কলা দেয়নি বলে
দাদা তেড়েমেরে দিল ধমক
কলা বিক্রেতাকে।

এক ধমকে দুই কাজ হলো
কান্নাও থেমে গেল
কলা দোকানীর কাছ থেকেও
সস্তায় কলা পেল।

দাদার হাতে কলা দেখে দিল-
রিহান ফটকা হাসি
এক হালি কলা নিয়ে দৌড়ে
যায় রসের বাড়ি।

ছোট্ট শিশুর মিষ্টি হাসিতে
সূর্য হাসে উপরে
বাবা-মায়ের খুশির চেহারা
চাঁদটাও যেন হার মানে।

(শিশুতোষ ছড়া)