আমি আমার জন্য শ্বাস নিই না
আমি আমার জন্য বাঁচি না
আমি বেঁচে আছি রবের জন্যে।
আমি অতি সাধারণ মাটির মানুষ
আমার অহামিকা নেই, নেই শত্রু
মৃত্তিকারই তৈরি অপর মানুষ-
শ্বাসে উড়াতে পারবে না ফানুস।


আমার এক জোড়া চক্ষু আছে
পৃথিবীর নিয়ামত দর্শনেতে যাই
আমি বধির নই, আমি বোবা নই
আমার কান আছে, মুখ আছে
হাত-পা আছে জোড়ায় জোড়ায়।
আমি অসুখী নয় বরং লিখছই
ঘোলাটে মিথ্যের মিশ্রণের বিপরীতে।


আল্লাহ প্রদত্ত সামান্য শক্তির
পৃথিবী বিনির্মাণে বিনিয়োগ করছি।
কোন ব্যক্তির ভয়ে থামব না
আমি ডরি না, ভয় করি না
মাটির কোন অপশক্তির ক্ষমতা।


যেদিন অক্সিজেন ফুরিয়ে যাবে
কালবিলম্ব না করে দূর অসীমে-
যাব চলে; ফিরব না এই পৃথিবীতে।
আমি ডরি না, ভয় করি না
মাটির কোন অপশক্তির ক্ষমতা।


শিমুলঘর
১৭ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ