ঠাঁই দাঁড়িয়ে সুনীল আকাশের পানে
শাখা-প্রশাখাহীন
সারি সারি সুপারি
গাছের দল
অদ্ভুত!


চতুষ্পদ প্রাণীর ন্যায় চারপাশের
পরিবেশটা আদৌ কি
মাথা নেড়ে ঘুরিয়ে
থাকিয়ে দর্শনে স্পৃহা
জাগে না মনে?
প্রাণ!


অনুভূতি মাখা উদ্ভট যন্ত্র এক
বুড়ো মস্তিষ্কের মানব
গড়েনি এটা!
প্রকৃতির লীলা-লাস্য বিছানায়
সৃষ্টির হাত সৃষ্টিকর্তার।
মরুভূমির
প্রাণ!


ঠাঁই দাঁড়িয়ে সুনীল আকাশের পানে
মরীচিকা মন
পান পাতার উপকরণ
ব্যাকুল, মরুভূমির
প্রাণ!


চিকন-মাঝারি চিরসবুজ চিরল
কেশের ছাতা
পেছনে ফিরায় না মাথা
তবু, ছুটছে রপ্তে
তপ্ত দুপুরে
রৌদ্রস্নাত দিবসে।


বেলা শেষে হেসে খেলে হয়
পথ সংকোচন
অজানা গগনতলের
রহস্য উদঘাটন।


ঠাঁই দাঁড়িয়ে সুনীল আকাশের পানে
শাখা-প্রশাখাহীন
সারি সারি সুপারি
গাছের দল।