এই বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেতের মতন অপার হৃদয়ে
মানচিত্র আঁকতে এসো না গো;
কালি-কলম যাবে ফুরিয়ে
ধ্বংসের স্তূপ অঙ্কুরেই পান্থশালার পথে রইবে পরে
দুর্গন্ধে মুখ ফিরিয়ে তাকাবে না কেউ।
চাইবে না কেউ;
দেখবে না কেউ
তাকাবে না কেউ!
জটিল অঙ্কের সহজ হিশেব বুঝতে না পারো যদি-
অঙ্ক কষার আগে ভেবে নিও শতবার-
এই সুদ-অঙ্ক আমার নই; ঐকিকই আমার জন্য শ্রেয়।
বুঝে নিও গো
ভেবে নিও গো
এই তরুলতার বাঙলাদেশে সত্যের কদর নাই;
              স্বদেশ প্রেমের মূল্য নাই
           স্বীয় জান-মালের দাম নাই।


কালো রেখার থাবায় টুকরো টুকরো হচ্ছে প্রাণ
দেশের আড়ালে শত সহস্র দিয়াশলাইয়ের বারুদে
হাসফাস করে কাঁদছে আহাকার; পুড়ছে সম্মান।


© ইমরান লস্কর
_ মৃত্যুপুরী
এক পাঁচ সাত, দুই শূন্য দুই এক।