নিখিল সংসারে অজ্ঞাত মফস্বল গ্রামে
        আছে কত শত শত কীর্তি,
ভোরের পিনপতন নীরবতায় বিদীর্ণ আমি
         হৃদয়ে আপন ভুবন আঁকি।
স্বার্থহীন পেন্সিলের রঙের শহরে ডুবেছি কত
         জল রঙে ধারণ করা শক্ত।


সাদা ক্লিপবোর্ড পেপার কাটিং বাজার ঘুরে
        শূন্যতায় প্রাপ্তি তোমার শহরে;
প্রাচুর্যের সমষ্টি সমৃদ্ধ ভালোবাসার সমারোহে
         মন পোড়ানো আতসবাজিতে,
আমি রঙহীন পেন্সিলের ফুসফুসে আবার ফিরবো
         পুরাতন ডায়েরিটার খুঁজে।


ধবধবে সাদা এক ঝাঁক বকের উড্ডয়নে
          মেলে ডানা সোডিয়ামের সর্বস্তরে।
শিশিরে স্নান দূর্বা ঘাসের ডগায় ঝাপসা জল জমে
          ঝাপটানিতে শির উঁচু করে।
এঁকেছি আমি আল্পনার শহর, ডুব দিয়েছি এতে
মনের মাধুরী মিশিয়ে রাঙাই মোমের গৃহ তাতে।


তোমার শহরের দেয়ালে ঝুলছে কতো প্রশ্নচিহ্ন
তুমি হীনা ক্লান্ত আমি, উত্তর সংগ্রহে অপরাহ্ণ।
স্তিমিত ভাস্করের সৌন্দর্যে বিষাদগ্রস্থ আমি;
        তোমার অম্লজানহীন এক
            অচেনা       শহরে।