অধুনা পৃথিবীর বাঁকে
                     সুদ অঙ্ক কষে
নিভৃতে নীরবে কাঁদে
                       মুনাফা-আসলে।
পণ্ডিত মূর্খতার সমাজে
                       ভদ্রলোক হাসে,
মধ্যবিত্ত ছোট লোক আমি
                       জমিজমা দেই লিখে।


ফুল ফুটে, ফুল হাসে
                       ঋতুর পালাবদলে;
চক্রবৃদ্ধি মুনাফার ধারা
                        দিন দিন যায় বেড়ে।
স্বল্প বুদ্ধিদীপ্ত কৌশলে যেজন
                        সরল মুনাফা পেল,
হর্ষের ফানুস উড়ায় সেজন
                         দিন মজুরের আয়ে।


স্বচ্ছ পৃথিবীতে অগত্যাচারে
                         দেনাপাওনা কেড়ে;
দিন-কুলি-মজুর ধারাপাতে
                         দেয় সর্বস্ব নেড়ে।
ফরাসী বিপ্লবের ছোপানো দিবস
                         যুগ চেতনার তরে
রুশ বিপ্লবের মেহনতির আলো
                         পুঁজিবাদের দাবদাহে।


সোনার পানিতে স্নান করিবে
                          সবুজ  পুণ্যভূমি তব;
মফস্বল গাঁ থাকবেনা এদৃশ্য
                          বিদ্রোহীদের সংগ্রামে।
মৃত্যুর স্নানে ম্লান দেবতা
                         পণ্ডিত মূর্খ সকলে;
ট্যালি খাতার হিসাব-নিকাশে
                         ফুল ফুটবে কাননে।


হাসবে কৃষক শ্রমিক মধ্যবিত্ত
                          অধুনা পৃথিবীর বুকে,
বসুমাতা হাসবে একদিন
                          নিয়ম অনিয়মে।