কুঞ্চিত জাম ডালে কাক রাখেনা পা অদম্যে
কলুষিত মস্তিষ্কের মায়ায় মোরা ভ্রম দম্যে।
রৌদ্রতপ্ত দুপুরে বাঁধে গামছা কৃষাণ কোমরে
চৈত্রের বাঁশবনে পাখির ঝাঁক কাঁদে নিভৃতে,
পথিক পথিকৃৎ,পাখির বাসভূমির তরে
কালো কাক ফেরেনি মগডালের নীড়ে।
       পথিক তুমি পথিকৃৎ ভীষণ
            অসুখের ভিড়ে।


দখিনা সমীরে ব্যর্থ চড়ুই বাঁধিতে বাসা
নড়বড়ে পৃথিবীর চিত্রে ঝাপসা ধোঁয়াশা;
বৃক্ষদেবী তরুলতা উদগ্রীব পয়োধরে
আসুক তারুণ্যের ছোঁয়া মৃত্যুর মিছিলে।
     পথিক তুমি পথিকৃৎ ভীষণ
          অসুখের ভিড়ে।


অসুস্থ পৃথিবীর মানচিত্র নিয়মে বাঁধা,
সুখের স্বর্গরাজ্যে তুমি আমি বড় একা
ক্লান্ত সন্ধ্যা, উন্মুক্ত হৃদয়ে কবির রচনা।
নীড়পাতায় চ্যাংব্যাং প্রবন্ধ লেখে যে জনা
বাঁশবনে তীব্র স্পৃহায় কাক ডাকবে না
নিয়ম অনিয়ম জঞ্জালকণার তীরে।
পথিক পথিকৃৎ ভীষণ অসুখের ভিড়ে
       কালো কাক ফেরেনি
         মগডালের নীড়ে।